করোনায় মুকেশ আম্বানির ক্ষতি ৫৯০ কোটি ডলার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ০২ মার্চ ২০২০

করোনাভাইরাসের আতঙ্কে পুরো বিশ্ব। মরছে মানুষ। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেইসঙ্গে প্রভাব পড়ছে ভ্রমণ ও ব্যবসা-বাণিজ্যে। এ ভাইরাসে ক্ষতির শিকার হয়েছেন সব দেশেরই শিল্পপতিরা। পতন দেখা দিচ্ছে শেয়ারবাজারে। এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি ভারতের মুকেশ আম্বানিও বেশ ক্ষতির মুখে পড়েছেন।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ৫৯০ কোটি ডলারের ক্ষতি হয়েছে আম্বানির। ফলে তার মোট সম্পত্তির পরিমাণ নেমে এসেছে প্রায় ৫৩ হাজার কোটি ডলারে। তার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারেও ১১ শতাংশ পতন হয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, এই ক্ষতির কারণ করোনাভাইরাসের আতঙ্ক।

একই কারণে উপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজিরও ক্ষতির শিকার হয়েছেন। তার ক্ষতি ৮৬ কোটি ডলারের বেশি। কোটাক মহিন্দ্রার উদয় কোটাকের ক্ষতি প্রায় সাড়ে ১২ কোটি ডলার। আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার প্রায় ৮৯ কোটি ডলার এবং শিল্পপতি গৌতম আদানির প্রায় ৫০ কোটি ডলারের ক্ষতি হয়েছে।

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।