ব্যবসায়ীদের সব সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ২২ মার্চ ২০২০

করোনাভাইরাসের বিস্তাররোধে জরুরি প্রয়োজন ছাড়া ঘর বের না হতে বলছে সরকার। তাই গণজমায়েত পরিহারের উদ্দেশ্যে ব্যবসায়ীদের অ্যাসােসিয়েশন বা চেম্বারের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার (২২ মার্চ) এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, করােনাভাইরাসের বিস্তার রোধে জনসমাগম পরিহারে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত সব অ্যাসােসিয়েশন, গ্রুপ, চেম্বার, যৌথ চেম্বার বা ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিনে দিনে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সবশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন দুজন।

করোনার বিস্তাররোধে এরই মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। চারটি দেশ ও অঞ্চল ছাড়া সব দেশ থেকেই যাত্রী আসা বন্ধ করে দেয়া হয়েছে। মুলতবি করা হয়েছে জামিন ও গুরুত্বপূর্ণ বিষয়াদি ছাড়া নিম্ন আদালতের বিচারিক কাজ। এমনকি মাদারীপুরের শিবচর ও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাকে লকডাউন ও ঘোষণা করা হয়েছে।

এমইউএইচ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।