করোনা মোকাবিলায় জীবাণুনাশক ছিটিয়েছে এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ০৪ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস মোকাবিলায় বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে তিনদিন ধরে নারায়ণগঞ্জ থেকে উত্তরা ও গাবতলী পর্যন্ত জীবাণুনাশক ছিটিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

শনিবার (৪ এপ্রিল) এফবিসিসিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ সংগঠনটির মতিঝিল প্রধান কার্যালয়ের সামনে তিনদিন ধরে চলা এ কার্যক্রম পরিদর্শন করেন এফবিসিসিআই নেতারা।

বাংলাদেশ ট্যাংকলরি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ২২টি ট্যাংক লরি দিয়ে এফবিসিসিআই ঢাকা শহরের মূল সড়কগুলোতে এ জীবাণুনাশক ছিটায়। এতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন সহযোগিতা করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এফবিসিসিআই ৬৪ জেলায় তাদের সদস্যভুক্ত চেম্বারগুলোর মাধ্যমে একইভাবে রাস্তা জীবাণুমুক্ত করার কার্যক্রম হাতে নিয়েছে।

করোনা ভাইরাস মোকাবিলায় এফবিসিসিআই দেশের প্রায় সব সরকারি হাসপাতাল ও জরুরি সেবা সংস্থাগুলোকে ১০ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ও ২০ হাজার এন-৯৫ মাস্কসহ অন্যান্য সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে-বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এমএএস/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।