করোনা : দারিদ্র্যের শেষ সীমায় পৌঁছাবে ভারতের ৪০ কোটি পরিবার
করোনার ছোবলে বিপর্যস্ত গোটা বিশ্ব। চীন থেকে উৎপত্তি লাভ করা এ ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। সর্বোচ্চ ভয়াবহতা দেখিয়েছে ইতালিতে। প্রথম দফায় ভাইরাসের বিস্তার রোধের এ যুদ্ধ শেষ হলে শুরু হবে অর্থনৈতিক যুদ্ধ।
আরেকটি অর্থনৈতিক মন্দা এমনকি মহামন্দার জন্যও বিশ্বকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে। করোনার জেরে বিশ্বজুড়ে আর্থিক সংকট চরমে পৌঁছাবে। কাজ হারাবেন বহু শ্রমজীবী মানুষ। জাতিসংঘের শ্রম দফতর প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, করোনা ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলেছে। প্রায় ২০০ কোটি মানুষ কাজহারা।
ওই প্রতিবেদনে আরও বলা হচ্ছে, উন্নয়নশীল দেশে আগামীতে এই প্রবণতা কয়েকগুণ বাড়বে। ভারতে প্রায় ৯০ শতাংশ মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করে। করোনার জেরে প্রায় ৪০ কোটি ভারতীয় শ্রমিক দারিদ্র্যের শেষ অবস্থায় পৌঁছাবেন। ইতোমধ্য়েই করোনারোধে ভারতে লকডাউন চলছে। ফলে কয়েক কোটি শ্রমিকের কাজ নেই। বেশিরভাগই গ্রামে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
শ্রমিক ও ব্যবসায়ীদের অবস্থা বিপর্যস্ত বলে জানিয়েছেন আন্তর্জাতিক শ্রম সংগঠনের মহাপরিচালক গুয়ে ব়্যাডার। তিনি বলেছেন, ‘এই ধরনের সংকট থেকে বেরিয়ে আসতে আমাদের দ্রুত, নির্ণায়ক, সঠিক ও জরুরি পদক্ষেপ করতে হবে।’ করোনার প্রভাব কাটানো গত ৭৫ বছরের সব থেকে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।
এনএফ/জেআইএম