করোনায় মারা গেলে অতিরিক্ত ২ লাখ টাকা পাবে ব্যাংক কর্মীর পরিবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০৯ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের এ সংকটকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করায় কর্মীদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে বেসরকারি ন্যাশনাল ব্যাংক। এ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কেউ দায়িত্ব পালনকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে তার পরিবারকে এককালীন দুই লাখ টাকা অনুদান দেয়া হবে। যা ওই কর্মকর্তা-কর্মচারীর অন্যান্য প্রাপ্যাদির অতিরিক্ত। এছাড়া ব্যাংকিং সেবা প্রদানকালে করোনাভাইরাসে সংক্রমিত হলে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভারও বহন করবে ব্যাংকটি।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ন্যাশনাল ব্যাংক।

এতে বলা হয়েছে, চরম ঝুঁকি নিয়ে জনগণকে ব্যাংকিং সেবা অব্যাহত রাখার বিষয়টি ব্যাংক চেয়ারম্যান জয়নুল হক সিকদারের নজরে এলে তিনি এই ঘোষণা দেন। পাশাপাশি তিনি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতপূর্বক ব্যাংকিং লেনদেন সম্পন্নের তাগিদ দিয়েছেন।

এসআই/এমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।