টেক্সটাইল মিলসও ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৮ পিএম, ১০ এপ্রিল ২০২০

মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ২৫ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব টেক্সটাইল মিলস আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

শুক্রবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী খোকন জানিছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১০ এপ্রিল প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় মহামারি করোনা ভাইরাসের ব্যাপক বিস্তারে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সরকারের ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বিটিএমএর সদস্য মিলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে এ সময়ে কোনো মিল বেতন/মজুরি প্রদানের জন্য মিল খোলা রাখার প্রয়োজন হলে সেজন্য বিটিএমএসহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে জানাতে হবে।

এসআই/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।