গভীর সংকটে ভারতের অর্থনীতি, দাবি বিশ্বব্যাংকের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ১২ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের প্রকোপে ভারতীয় অর্থন‌ীতি ব্যাপক সংকটের মুখে পড়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। আগে থেকে দেশটির অর্থনীতিতে যেসব সংকট ছিল সেগুলো আরও ব্যাপকহারে দেখা দিচ্ছে বলে জানিয়েছে ব্যাংকটি। করোনা দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে যেসব প্রভাব ফেলছে এ সংক্রান্ত একটি প্রতিবেদনে বিশ্বব্যাংক ধারণা করছে ভারতের অর্থনীতির গতি পাঁচ শতাংশ হ্রাস পাবে ২০২০ সালেই। ২০২১ অর্থবর্ষে ২.৮ শতাংশ বৃদ্ধি হ্রাসের আশঙ্কাও করেছে বিশ্বব্যাংক।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের অর্থনীতি এমনিতেই বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রের আর্থিক সঙ্কটের কারণে বিপন্ন অবস্থায় ছিল। এবার করোনার প্রকোপে সেই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করছে।

সাংবাদিকদের সঙ্গে এক কনফারেন্সে বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার জানিয়েছেন, ভারতের পরিস্থিতি ভালো নয়। এই পরিস্থিতিতে লকডাউনের সময়সীমা আরও বাড়ালে অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই অবস্থা থেকে প্রত্যাবর্তনের জন্য পদক্ষেপ নেয়াটা অত্যন্ত জরুরি। এর জন্য সাময়িকভাবে কর্মসংস্থানের দিকে লক্ষ রাখতে হবে। বিশেষ করে স্থানীয় স্তরে। এই ধরনের উদ্যোগকে সমর্থন করতে হবে। ছোট ও মাঝারি সংস্থাগুলোকে দেউলিয়া হওয়া থেকে রক্ষা করাটাও গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘকালীন বিচারে এটা সত্যিই একটা সুযোগ ভারতীয় অর্থনীতিকে সুস্থিতির পথে নিয়ে আসা। তা কেবল অর্থনৈতিক ভাবে নয়, সামাজিক ভাবেও।’

বিশ্বব্যাংকের পক্ষ থেকে ঘোষণা করা হয়, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতকে এক বিলিয়ন মার্কিন ডলার দিয়ে সাহায্য করা হবে। ভারতীয় অর্থে যার মূল্য ৭ হাজার কোটি টাকারও বেশি।’

সূত্র: এনডিটিভি

এমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।