করোনা : বাজেটের অর্থছাড় সহজ হলো
করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে দেশে বেশকিছু স্থানে লকডাউন বা অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি-বেসরকারি সব ধরনের অফিস-আদালত বন্ধ ঘোষণা করে জনগণকে ঘরে থাকতে বলা হচ্ছে। এ পরিস্থিতিতে পরিচালন বাজেটের আওতায় স্বায়ত্তশাসিত সংস্থার অনুকূলে বরাদ্দকৃত চতুর্থ কিস্তির অর্থছাড়ের পদ্ধতি সহজ করেছে সরকার।
রোববার (১২ এপ্রিল) অর্থছাড়ের পদ্ধতি সহজ করে একটি চিঠি মন্ত্রিপরিষদ বিভাগ সচিব, বাংলাদেশ মহাহিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবের কাছে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
অর্থ বিভাগের যুগ্মসচিব সিরাজুন নূর চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, চলতি ২০১৯-২০২০ অর্থবছরের সংশোধিত কর্তৃত্ব অনুযায়ী মন্ত্রণালয় বা বিভাগসমূহের নিয়ন্ত্রণাধীন স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অনুকূলে পরিচালন বাজেটের আওতায় সাহায্য মজুরি হিসেবে প্রদত্ত বরাদ্দের চতুর্থ কিস্তির অর্থছাড়ের ক্ষেত্রে অর্থ বিভাগ এবং প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগের কোনো সম্মতির প্রয়োজন হবে না।
এই অর্থ স্বয়ংক্রিয়ভাবে ছাড় হয়েছে বলে গণ্য হবে এবং স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানসমূহ এ অর্থ সরাসরি ব্যবহার করতে পারবে।
এমইউএইচ/বিএ/এমএস