করোনায় কর্মী অসুস্থ হলে চিকিৎসা খরচ দেবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০২ পিএম, ১২ এপ্রিল ২০২০

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান সাধারণ ছুটির কারণে বেশিরভাগ সেবা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা থাকছে ব্যাংক। এ পরিস্থিতিতে বেসরকারি ব্যাংকের কর্মীরা কর্মরত অবস্থায় কোনো অসুস্থতা বা করোনা সংক্রমণ হলে, তার সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বহন করবে সংশ্লিষ্ট ব্যাংক। করোনায় কোনো কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা দেয়া হবে।

রোববার ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। টেলিকনফারেন্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। বিএবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএবির নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ সময়ে কর্মরত ব্যাংক কর্মকর্তাদের যেকোনো অসুস্থতা অথবা করোনা সংক্রান্ত কোনো সংক্রমণ হলে প্রত্যেকটি ব্যাংক তাদের স্ব স্ব কর্মকর্তাদের সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন করবে। এছাড়া সংক্রমিত হয়ে কারো কোনো দুর্ঘটনা যদি ঘটে থাকে, তাহলে প্রতিটি ব্যাংক ওই কর্মকর্তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

বিজ্ঞপিতে আরও বলা হয়, জীবনের ঝুঁকি নিয়ে দেশের বর্তমান পরিস্থিতিতে জাতির অর্থনীতিকে সচল রাখতে যেসব বেসরকারি ব্যাংক কর্মকর্তা, সরকারের অন্যান্য আইনশৃংখলা বাহিনীর মতোই নিজেদেরকে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত রেখেছেন তাদের এ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক।

এসআই/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।