চট্টগ্রাম-ফেনীতে প্রাণ-আরএফএল গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৪ এপ্রিল ২০২০
চট্টগ্রাম ও ফেনীর বিভিন্ন স্থানে প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। এরই অংশ হিসেবে চট্টগ্রাম ও ফেনীর বিভিন্ন স্থানে প্রায় তিন হাজার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক এ শিল্পপ্রতিষ্ঠান।

Pran-Group-0

সোমবার (১৩ এপ্রিল) বিতরণ করা এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল প্রাণ ইউএইচটি দুধ, নুডলস, প্রাণ ম্যাংগো জুস, গ্লুকোজ বিস্কুট, টোস্ট বিস্কুট, অল টাইম ফ্যামিলি কেক, ঝালমুড়ি প্রভৃতি।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ব্যক্তিবর্গ এ খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন।

Pran-Group-2

পাশাপাশি প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন স্থানে এবং বিভিন্ন জেলায়ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।