৩ হাজার পরিবারের মাঝে প্রাণ-আরএফএল গ্রুপের খাদ্যসামগ্রী বিতরণ
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলমান সাধারণ ছুটিতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল গ্রুপ।
এ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বাড্ডা, রূপনগর, মালিবাগ এলাকার প্রায় তিন হাজার অসহায় মানুষের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল প্রাণ ইউএইচটি দুধ, মি. নুডলস, প্রাণ ম্যাংগো জুস, গ্কোলুজ বিস্কুট, টোস্ট বিস্কুট, অল টাইম ফ্যামিলি কেক, প্রাণ ঝালমুড়ি ইত্যাদি।
খাদ্যসামগ্রী বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসআর/জেআইএম