রংপুরে সোনালী ব্যাংকের চার কর্মকর্তার করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২৫ এপ্রিল ২০২০

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের রংপুর বাজার শাখার চার কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ কারণে শাখাটি বন্ধ রাখা রয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধান।

তিনি জানান, গত সপ্তাহে মোট সাত কর্মকর্তার সর্দি-জ্বর ও কাশির উপসর্গ দেখা দিলে শাখাটি বন্ধ ঘোষণা করা হয়। পরীক্ষা করার পর টেস্ট রিপোর্ট এসেছে আজ। সাতজনের মধ্যে করোনা পজিটিভ এসেছে চার কর্মকর্তার।

এর আগে, গত সোমবার (২০ এপ্রিল) একজন কর্মকর্তা করোনা সংক্রমিত হওয়ায় রাজধানীর দিলকুশা শিল্প ভবনের সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা সাময়িক বন্ধ ঘোষণা করা হ‌য়।

শাখার সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এখন শিল্প ভবনের বন্ধ শাখার কার্যক্রম মতিঝিল দিলকুশা শাখায় চলছে।

এসআই/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।