‘নগদ’কে জরুরি সেবা ঘোষণা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২৮ এপ্রিল ২০২০

ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’কে জরুরি সেবা হিসেবে ঘোষণা করেছে সরকার। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ২ (ক) ধারায় বলা হয়েছে, জরুরি পরিষেবা, যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ সংশ্লিষ্ট সেবায় নিয়োজিত যানবাহন ও কর্মীরা ছুটির বাইরে থাকবেন।

করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির শুরু থেকেই রাষ্ট্রীয় সেবা নগদের কর্মীরা কাজ করে যাচ্ছেন। মানুষের আর্থিক সমস্যা যেন না হয় এবং আর্থিক সংকট মোকাবিলায় সারাদেশে নগদের ৭০ হাজার আউটলেট সার্ভিস খোলা রাখা হয়েছে।

নগদকে জরুরি সেবা ঘোষণা করার ফলে এখন থেকে যেকোনো উদ্যোক্তা (রিটেইলার) তার ব্যবসা চালিয়ে যেতে পারবেন। এ ছাড়া নগদের যেকোনো কর্মী, ডিএসও, ডিস্ট্রিবিউটর সংযুক্ত প্রজ্ঞাপন দিয়ে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে পারবেন।

এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।