‘ডেইলি শপিং’ এ রমজানের বিশেষ অফার
পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনন্দিন প্রয়োজনীয় শতাধিক পণ্যে বিশেষ ছাড় ও অফার দিয়েছে দেশের জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং’। এসব পণ্যের মধ্যে রয়েছে- দুধ, তেল, গুঁড়া মসলা, জুস, বেভারেজ, বিস্কুট, নুডলস, টয়লেট্রিজ, পারসোনাল কেয়ার ও বিভিন্ন ধরনের সুরক্ষা পণ্য। এছাড়া করোনা সংক্রমণ ঠেকাতে মানুষের চলাচলের সীমাবদ্ধতা থাকায় সব শোরুম থেকে হোম ডেলিভারিরও ব্যবস্থা করেছে ডেইলি শপিং। মঙ্গলবার (৫ মে) প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের কর্মকর্তা জিয়াউল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডেইলি শপিংয়ের জেনারেল ম্যানেজার (অপারেশন) গালিব ফাররোখ বখত্ বলেন, ‘রমজানে ক্রেতারা যেন কেনাকাটায় স্বাচ্ছন্দ্য খুঁজে পান সেজন্য বিভিন্ন পণ্যে আকর্ষণীয় অফার ও নগদ মূল্যছাড় দিচ্ছি। এছাড়া ক্রেতাদের সুবিধার্থে ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় ও মেম্বারশিপের ব্যবস্থা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘করোনার সময় ক্রেতাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা বিশেষ হোম ডেলিভারির ব্যবস্থা করেছি। ক্রেতাদের নিজ নিজ এলাকায় অবস্থিত ডেইলি শপিংয়ের শোরুম থেকে হোম ডেলিভারি দেয়া হবে। এজন্য সকাল ৬টা থেকে বিকেল ৫টার মধ্যে প্রয়োজনীয় পণ্যের অর্ডার করা যাবে। ক্রেতারা ডেইলি শপিংয়ের ফেসবুক পেজে অফার সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। এছাড়া ই-কমার্স সাইট ‘অথবা ডটকম’র মাধ্যমেও এসব পণ্যের অর্ডার করা যাবে।’
ডেইলি শপিংয়ের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার পলাশ চন্দ্র শর্মা পার্থ বলেন, ‘রমজান উপলক্ষে ডেইলি শপিংয়ে গুঁড়া দুধ, তেল, গুঁড়া মসলাসহ নির্দিষ্ট পণ্যের ওপর দেয়া হচ্ছে বিশেষ মূল্যছাড়। বিভিন্ন ধরনের পণ্য দুটি কিনলে একটি কিংবা একটি কিনলে একটি ফ্রি পাচ্ছেন ক্রেতারা। এছাড়া জুস, বেভারেজসহ অনেক আইটেমের সঙ্গে বিনামূল্যে দেয়া হচ্ছে অরেকটি পণ্য।’
বর্তমানে রাজধানীর বাড্ডা, বনশ্রী, নিকুঞ্জ, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি, বাসাবো, খিলগাঁও, মধুবাগসহ বিভিন্ন স্থানে ডেইলি শপিংয়ের ৪৫টি শোরুম চালু রয়েছে।
এমএফ/জেআইএম