প্রধানমন্ত্রীর করোনা তহবিলে শেয়ারবাজারের ৩ কোটি টাকা
মহামারি করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানষের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দুই কোটি টাকা অনুদান দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া এক কোটি টাকা অনুদান দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
রোববার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন ও ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চেক প্রদান করেন।
একইদিনে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) থেকে প্রায় ১০ লাখ টাকার চেক প্রধামন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে।
চলমান করোনাভাইরাসে সৃষ্ট মহামারিতে সহযোগিতার জন্য গত ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দুই কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। ওইদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এক জরুরি সভায় কমিশন এ সিদ্ধান্ত নেয়।
এমএএস/এমএআর/এমএস