রঙমিস্ত্রিদের মাঝে রেইনবো পেইন্টসের খাদ্য সহায়তা প্রদান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৪ মে ২০২০

আরএফএল গ্রুপের জনপ্রিয় রঙের ব্র্যান্ড রেইনবো পেইন্টসের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে প্রায় আড়াই হাজার রঙমিস্ত্রির মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, মুড়ি, ভোজ্যতেল, ছোলা, সেমাই ও চিনি।

গত ৬ মে থেকে ১২ মে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রেইনবো পেইন্টসের নিজস্ব শো-রুম এবং ডিলারদের মাধ্যমে রঙমিস্ত্রিদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Rainbow-1

আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, রেইনবো পেইন্টসের প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান, হেড অব মার্কেটিং ফাহিম হোসেন, হেড অব রিটেইল সেলস শাহজাহান সানী ও ব্র্যান্ড ম্যানেজার নাজমুল আকন্দসহ রেইনবো পেইন্টসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

কামরুল হাসান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় কর্মহীন হয়ে পড়া রঙমিস্ত্রিদের পাশে দাঁড়াতে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।

এমএসএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।