করোনাভাইরাসের প্রণোদনার আওতায় রাকাব’র ঋণ বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১৮ মে ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণ করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)।

সোমবার রাকাব'র স্থানীয় মুখ্য কার্যালয় প্রাঙ্গণে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ.কে এম সাজেদুর রহমান খান এ ঋণ বিতরণ করেন।

রাজশাহী জোনের কয়েকটি শাখা ও স্থানীয় মুখ্য কার্যালয়ের ১০ জন ঋণ গ্রহীতাকে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় বিভিন্ন খাতে মোট ৪১ লাখ ৬ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

উল্লেখ্য, এ প্রণোদনা প্যাকেজের আওতায় রাকাব’র বিভিন্ন শাখা ইতোমধ্যে গত এপ্রিল মাস থেকে এ পর্যন্ত প্রায় ৫ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।