করোনারোধে গ্রাহকদের সুরক্ষিত অ্যাপ ব্যবহারের আহ্বান এসআইবিএলের
করোনা সংক্রমণরোধে গ্রাহকদের সুরক্ষিত মোবাইল অ্যাপ এসআইবিএল নাও (SIBL Now) ব্যবহার করে ব্যাংকিং করার আহ্বান জানিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। এই অ্যাপটির মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে যেকোনো সময় ব্যাংকে না গিয়ে খুব সহজেই ব্যাংকিং করা যায়।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, এর মাধ্যমে গ্রাহকরা সহজেই যেকোনো ব্যাংক হিসাবে টাকা পাঠাতে পারেন। ডিপিডিসি, ওয়াসা, ডেসকো, তিতাস ইত্যাদির ইউটিলিটি বিল প্রদানও করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল প্রদান করা যায় খুব সহজেই। এর আরও একটি বড় সেবা হলো মোবাইল টপআপ এবং বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো। গ্রাহকরা খুব সহজেই যেকোনো অপারেটরে মোবাইল রিচার্জ করতে পারেন এবং বিকাশ অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাঠাতে পারেন।
এতে আরও বলা হয়, এই অ্যাপটি ব্যবহার করে গ্রাহকরা তাদের আমানত ও বিনিয়োগ উভয় অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন যখন তখন। চেকবুকের রিকুইজিশনসহ নানান সেবা এর মাধ্যমেই গ্রহণ করা যায়। এর জন্য বর্তমান সংকটকালে ব্যাংকের শাখায় আসার প্রয়োজন হবে না।
বিস্তারিত জানতে ব্যাংকের ওয়েবসাইট থেকে ইন্টারনেট ব্যাংকিং আবেদন ফর্মটি সংগ্রহ করে নিবন্ধন করতে পারবেন। কেবল সুরক্ষার প্রয়োজনে গ্রাহকের স্বাক্ষর যাচাইয়ের জন্য আবেদন ফর্মটি সংশ্লিষ্ট গ্রাহকের নিকটবর্তী শাখায় জমা দেয়ার জন্য মাত্র একবার আসতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অ্যাপটি ব্যবহারকারীর ডিভাইসের আইএমইআই নম্বর দিয়ে ট্যাগ করা হয়, ফলে এটি অত্যন্ত সুরক্ষিত। ব্যাংকের যেকোনো গ্রাহক একটি মাত্র এসআইবিএল অ্যাকাউন্ট ব্যবহার করে সর্বোচ্চ তিনটি ডিভাইসে SIBL Now নিবন্ধন করতে পারবেন। অতিরিক্ত সতর্কতার জন্য এই অ্যাপে দুইস্তর বিশিষ্ট যাচাইকরণ পদ্ধতি ব্যবহার করা হয়। পাসওয়ার্ড, পিন বা সিকিউরিটি কোডের গোপনীয়তাও অত্যন্ত কঠোরভাবে নিশ্চিত করা হয়। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ সহজেই ডাউনলোড করা যাবে।
বিএ/এমকেএইচ