করোনায় মারা গেলেন ন্যাশনাল লাইফের সিইও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০১ পিএম, ২১ জুন ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) জামাল এম এ নাসের মারা গেছেন।

রোববার (২১ জুন) রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

জামাল এম এ নাসের বীমা খাতের প্রথম সিইও যিনি করোনায় মারা গেলেন। এর আগে জেনিথ ইসলামী লাইফের সিইও এস এম নুরুজ্জামান করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি সুস্থ হয়ে উঠছেন।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের করোনায় আক্রান্ত হয়ে গত ১২ জুন হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার মারা যান।

বীমা শিল্পে দক্ষ ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত জামাল এম এ নাসের ২০১১ সালে ন্যাশনাল লাইফে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। ২০১২ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রায় আট বছর কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এমএএস/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।