করোনায় এক্সিম ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৩ জুন ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তানভীর আহমেদ (তুষার) নামে বেসরকারি এক্সিম ব্যাংকের এক কর্মকর্তা মারা গেছেন। তিনি ব্যাংকটির মালিবাগ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টায় রাজধানীর নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্তু ব্যাংকার আক্রান্তের সংখ্যা পাঁচ শতাধিক ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২২ জনের। তাদের মধ্যে সোনালী ব্যাংকের ৬ জন, রূপালী ব্যাংকের ২ জন, দি সিটি ব্যাংকের ৩ জন, এনসিসি ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার ১ জন, উত্তরা ব্যাংকের শান্তিনগর শাখার ১ জন, জনতা ব্যাংকের ২ জন, ন্যাশনাল ব্যাংকের ১ জন, অগ্রণী ব্যাংকের ১ জন ও ডাচ-বাংলা ব্যাংকের ২ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন, কেন্দ্রীয় ব্যাংকের ১ জন এবং এক্সিম ব্যাংকের একজন।

এসআই/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।