করোনারোধী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এখন ভাইব্রেন্টে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ২৯ জুন ২০২০

পুরো বিশ্ব আজ কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাবে বিপর্যস্ত। সারা বিশ্বের মতো কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশেও চলছে অনেকটা লকডাউন অবস্থা। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইউএস-বাংলা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ভাইব্রেন্টের সকল আউটলেটে কোভিড-১৯ মহামারি থেকে রক্ষায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিক্রি শুরু হয়েছে। বিশেষ করে সার্জিক্যাল মাস্ক, কেএন-৯৫ মাস্ক, ডিসপোজিবল হ্যান্ড গ্লাভস, ফেস শিল্ড, ইনফ্রারেড থার্মোমিটারসহ বিভিন্ন ধরনের সুরক্ষা সামগ্রী পাওয়া যাচ্ছে ভাইব্রেন্টে।

সোমবার (২৯ জুন) ইউএস-বাংলার জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইনে নয়, শপিং করুন অনলাইনে- স্লোগানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিস্তারকালীন সময়ে ক্রেতার সুরক্ষার কথা বিবেচনা করেই ভাইব্রেন্টের সকল পণ্য এখন অনলাইনে বিক্রি হচ্ছে। অনলাইনে পণ্য ক্রয় করলেই রয়েছে ২০ শতাংশ মূল্যছাড়। এই সুবিধা সারাদেশের ক্রেতা সাধারণের জন্য প্রযোজ্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বল্পতম সময়ের মধ্যে একটি নিজস্ব ব্র্যান্ড হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে ভাইব্রেন্ট। এর যাত্রা শুরুর পর থেকে গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখে প্রতিনিয়ত আধুনিক ডিজাইনের পুরুষ, নারী ও শিশুদের জন্য জুতার কালেকশন রাখছে শো-রুম গুলোতে। পণ্যের মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রত্যেকটি ভাইব্রেন্টের শো-রুমে বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, ট্রাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্ট, শিশুদের জন্য আধুনিক ডিজাইনের ড্রেসসহ অন্যান্য লাইফ স্টাইল সামগ্রী রয়েছে।

যাত্রা শুরুর পর থেকে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে ভাইব্রেন্ট। কম মূল্যে আধুনিকতার ছোঁয়া দিতে ভাইব্রেন্টের পণ্য দেশব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেকটি শো-রুমেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ড গ্রহণ করা হয়।

এআর/এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।