করোনা পরীক্ষায় গুলশান ক্লিনিকের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ০৪ জুলাই ২০২০

করোনা ভাইরাস টেস্টের জন্য ইউনিকগ্রপের অঙ্গপ্রতিষ্ঠান গুলশান ক্লিনিক লিমিটেড ঢাকায় বেসরকারিভাবে গুলশান শাহজাদপুরে একটি মলিকুলার ল্যাবের উদ্বোধন করেছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই ল্যাবে ইতালি থেকে আমদানি করা অত্যাধুনিক আরটিপিসিয়ার (RTPCR) মেশিন এবং ল্যাব পরিচালনার জন্য অভিজ্ঞ ও উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ জনবল রয়েছে।

গুলশান ক্লিনিক সরকারের পক্ষ থেকে সম্প্রতি করোনা ভাইরাস টেষ্টের অনুমতি পেয়েছে যা করোনা মোকাবেলায় বেসরকারিভাবে এক নতুন মাত্রা যুক্ত হয়েছে- বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, করোনা ভাইরাস মহামারি সারা বিশ্বকে যে স্বাস্থ্য ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে বাংলাদেশও তাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের এই সংকটময় সময়ে স্বাস্থ্য সেবা খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও সমাজের দায়িত্ববানদের ভূমিকা রাখা সামাজিক দায়িত্ব, আর এই দায়বদ্ধতা থেকেই ইউনিকগ্রপের এই উদ্যোগ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গুলশান ক্লিনিক ইতোমধ্যে বিভিন্ন করপোরেট হাউজের কর্মকর্তা ও কর্মচারীদের করোনা ভাইরাস টেস্টের বিশেষ সেবা প্রদান শুরু করেছে। যাতে রয়েছে এক্সপ্রেস সার্ভিস,অফিস/বাসায় নমুনা সংগ্রহ ও টেলিমেডিসিন সেবা।

২৪ ঘণ্টা হটলাইনঃ ০৯৬০৬৯৯১১৩৩, ০১৭০৮৮০০৮৮৮, ০১৭০৮৮০০৮৯৯।

এমএএস/এনএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।