মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যানের মৃত্যুতে স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৫ পিএম, ০৯ জুলাই ২০২০

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ব্যাংকের আয়োজনে এ ভার্চুয়াল স্মরণসভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন। তিনি ব্যাংকের ভাইস চেয়ারম্যানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার বর্ণাঢ্য কর্মময় জীবনী তুলে ধরেন।

এছাড়াও ব্যাংকের অন্যান্য পরিচালক ও উদ্যোক্তারা মোহাম্মদ সেলিমের স্মরণে বক্তব্য প্রদান করেন। সবাই তার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন।

গত ২৬ জুন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম রাজধানীর একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন

স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. রহমত উল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন চৌধুরী, পরিচালক মো. আব্দুল হান্নান, এম. আমানউল্লাহ, আলহাজ্ব মোশাররফ হোসেন, এম. এ খান বেলাল, ড. মো. হামিদ উল্লাহ ভূঁঞা, ব্যাংকের উদ্যোক্তা, শহিদুল আহসান, এ এস এম ফিরোজ আলম, মো. শাহাবুদ্দিন আলম, নারগিস আনোয়ার, প্রকৌশলী মো. মনসুরুজ্জামান, বিলকিস বেগম ও শেয়ারহোল্ডারসহ মরহুম মোহাম্মদ সেলিমের পরিবার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী, এএমডি মতিউল হাসান, ডিএমডিগণ, ঊর্ধ্বতন নির্বাহী ও শাখা ব্যবস্থাপকরা।

সবশেষে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মো. আব্দুর রাজ্জাক।

এসআই/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।