আরএফএল-এর বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল-এর তিন দিনব্যাপী বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কক্সবাজারের তিনটি হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনে আরএফএলের বিভিন্ন পণ্য বিক্রয়ের সাথে যুক্ত প্রায় এক হাজার ৮০০ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বলেন, “আরএফএল গ্রুপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান। বর্তমানে বিশ্বের ৭০টির অধিক দেশে আরএফএলের পণ্য রফতানি হচ্ছে। বিশ্বের প্রতিটি দেশে গুণগত পণ্য দিয়ে সমগ্র বিশ্ববাজার জয় করব আমরা। আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে পৃথিবীর ১০০ শীর্ষস্থানীয় কোম্পানির মধ্যে জায়গা করে নেয়া।”
বিএ/জেআইএম