মুনাফায় উন্নতি, ম্যারিকোর ২০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (২০২০ সালের অক্টোবর-ডিসেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ ভালো ব্যবসা করেছে। এজন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২০০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্বাচন করতে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি। অর্থাৎ ওইদিন যেসব বিনিয়োগকারীর কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই এই লভ্যাংশ পাবেন।
মার্চ মাসে হিসাব বছর শেষ করা কোম্পানিটি এর আগে ২০২০ সালের এপ্রিল-জুন প্রান্তিকের আর্থিক অবস্থার ভিত্তিতে বিনিয়োগকারীদের ৩০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছিল। এ হিসাবে চলমান হিসাব বছরে কোম্পানিটি দুই দফায় বিনিয়োগকারীদের ৫০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দিল।
ডিএসই জানিয়েছে, ২০২০ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ২২ টাকা ৬৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৯ টাকা ৬৮ পয়সা। অর্থাৎ কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় তিন টাকা বেড়েছে।
তৃতীয় প্রান্তিকে মুনাফা বাড়ায় নয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা বেড়েছে। ২০২০ সালের এপ্রিল-ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৭৯ টাকা ৩৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৬৭ টাকা ৮৮ পয়সা।
মুনাফায় পাশাপাশি কোম্পানিটির সম্পদ মূল্য আগের বছরের তুলনায় বেড়েছে। ২০২০ সালের ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৩ টাকা ২৫ পয়সা, যা চলতি বছরের মার্চ শেষে ছিল ৪৪ টাকা ৫ পয়সা।
এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১০১ টাকা ৭৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৫ টাকা ৪০ পয়সা।
ডিএসই জানিয়েছে, অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করায় আজ কোম্পানিটির শেয়ার দামে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যতখুশি বাড়তে পারবে।
এমএএস/এমআরআর/জেআইএম