কম সুদে ঋণ পাবেন সিনেমা হল মালিকরা

প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে সিনেমা হলের জন্য এক হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে ব্যাংকগুলোর মাধ্যমে সিনেমা হল নির্মাণ, সংস্কার এবং আধুনিকায়নে কম সুদে ঋণ পাবেন মালিকরা।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় পুনঃঅর্থায়ন তহবিলের অনুমোদন দেয়া হয়। এ তহবিলের সুদহার কত হবে, কতদিন মেয়াদে ঋণ নেয়া যাবে, তা ঠিক করে শিগগিরই সার্কুলার জারি করবে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে সদ্য বিদায়ী বছরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেমা হলের জন্য এ তহবিল গঠনের ঘোষণা দেন। গত আগস্টে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী একটি বিশেষ তহবিল গঠনের নির্দেশনা দেন।
ইএআর/এসজে/জিকেএস