ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১৩৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও অভিযান চালিয়ে ১৩৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৮ মে) ঢাকাসহ সারাদেশের ৫১ জেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
এদিন অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৫৯ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৫১ জেলায় বাজার তদারকি ও অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।
এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের যাত্রাবাড়ী, কাঁচাবাজার ও ঢাকার মৌলভীবাজারসহ দেশের ৬৬টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ১৩১ প্রতিষ্ঠানকে ৯ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা এবং দুজন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ছয় হাজার ২৫০ টাকা দেওয়া হয়।
এমআইএস/এএএইচ/এএসএম