আমদানির বিকল্প হিসেবে ফসল চাষে ভর্তুকি

আমদানির বিকল্প হিসেবে ডাল, তেলবীজ, ভুট্টা প্রভৃতি চাষে ভর্তুকির আওতায় ৪ শতাংশ রেয়াতী সুদ হারে সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্যের উৎপাদন বৃদ্ধি করে আমদানি কমাতে পারলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে ও রিজার্ভের ওপর চাপ কমবে। সে কারণে ডলারের ওপর চাপ কমাতে সরকারের সুদ ক্ষতিপূরণ সুবিধার আওতায় ব্যাংকগুলোকে রেয়াতী সুদ হারে ঋণ বিতরণের নির্দেশ দেওয়া হয়ছে।
রোববার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, কৃষিপণ্য হিসেবে মুগ, মশুর, খেসারি, ছোলা, মটর, মাষকলাই; তেলবীজ হিসেবে সরিষা, তিল, তিসি, চীনাবাদাম, সূর্যমুখী, সয়াবিন; মসলা জাতীয় ফসল হিসেবে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, হলুদ, জিরা ও শস্য হিসেবে ভুট্টা চাষে রেয়াতী সুদে ঋণ বিতরণ করতে হবে।
ঋণ বিতরণের ১ বছর পরে প্রচলিত কৃষি ঋণের সুদ হার ৮ শতাংশের স্থলে ব্যাংকগুলো ৪ শতাংশ সুদ আদায় করবে এবং বাকি ৪ শতাংশ বাংলাদেশ ব্যাংকের নিকট থেকে নিতে পারবে।
ইএআর/এমএইচআর/জিকেএস