পেঁয়াজের বাজার নিয়ে সেমিনার

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন
দেশে পেঁয়াজের বাজার সম্পর্কে সমীক্ষার চূড়ান্ত প্রতিবেদন বিষয়ে ভ্যালিডেশন সেমিনার হয়েছে। রোববার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে এই সেমিনার হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মফিজুল ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন কমিশনের সদস্য নাসরিন বেগম।
এসময় পেঁয়াজের বাজারে প্রতিযোগিতা সংক্রান্ত সার্বিক বিষয়ে সেমিনারে পর্যালোচনা করা হয়।
সেমিনারে বাংলাদেশের পেঁয়াজ খাতে প্রতিযোগিতা সংক্রান্ত চূড়ান্ত সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন কমিশন কর্তৃক পণ্য ও সেবার ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে গঠিত সমীক্ষা দল-৬ এর আহ্বায়ক ও কমিশনের উপ-পরিচালক মো. জসিম উদদীন।
এনএইচ/জেডএইচ/