মাদকবিরোধী কর্মকাণ্ডে প্রথম পপুলার লাইফ

মাদকদ্রব্যের অপব্যবহার, প্রতিরোধ ও মাদকবিরোধী কার্যক্রমে দেশব্যাপী সক্রিয় ভূমিকা রাখায় এবং আন্তর্জাতিক মাদকবিরোধী কর্মকাণ্ডে মানববন্ধন ও র্যালিসহ সব কর্মসূচি সফলভাবে পালনের জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রথম স্থানে ভূষিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২৬ জুন) রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়। মঙ্গলবার পপুলার লাইফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন।
প্রধান অতিথির কাছ থেকে প্রথম স্থানের ক্রেস্ট গ্রহণ করেন পপুলার লাইফ ইনস্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
এমএএস/এমআরএম/জিকেএস