বেশি দামে পেঁয়াজ বিক্রি, শ্যামবাজারে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

শ্যামবাজারে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হচ্ছে
রাজধানীর অন্যতম পাইকারি বাজার শ্যামবাজারে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো পেঁয়াজ কেনার ক্যাশ মেমো না রেখে ইচ্ছামতো দামে বিক্রি করছিল।
বুধবার (২৯ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান চালায়।
ওই প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স পানামা ট্রেডার্স, মিতালী আড়ত ও মেসার্স রাজ ট্রেডিং। এই তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।
এনএইচ/জেডএইচ/এএসএম