পুঁজিবাজারে আল হারামাইন সিকিউরিটিজের যাত্রা শুরু

দুবাইভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান আল-হারামাইন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পুঁজিবাজারে আত্মপ্রকাশ করেছে আল হারামাইন সিকিউরিটিজ।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানীর যমুনা ফিউচার পার্কে প্রতিষ্ঠানটির বোকারেজ হাউজটির উদ্বোধন করা হয়।
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এ উদ্বোধন করেন।
আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল হারামাইন সিকিউরিটিজের চেয়ারম্যান মোহাম্মদ ওলিউর রহমান, উপদেষ্টা মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামসুজ্জামান উজ্জ্বল, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুল ও সাবেক রেল সচিব সেলিম রেজা প্রমুখ।
আরএসএম/এমকেআর