সনদ ছাড়া তেল-মসলা উৎপাদন করায় ৩০ হাজার টাকা জরিমানা

মান সনদ ছাড়া তেল ও বিভিন্ন ধরনের মসলা উৎপাদন করায় ‘সাদিয়া অয়েল মিল ফুড অ্যান্ড কনজ্যুমার প্রোডাক্টসকে’ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে এই জরিমানা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিএসটিআই।
এতে বলা হয়, কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বিএসটিআই’র সনদ ছাড়া উৎপাদন, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে সাদিয়া অয়েল মিল ফুড অ্যান্ড কনজ্যুমার প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে।
এনএইচ/জেডএইচ/জিকেএস