ট্রাস্ট ইসলামী লাইফের আইপিও অনুমোদন

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
বুধবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য ১০ টাকা করে কোম্পানিটি এক কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে।
আরও পড়ুন: ব্যুরো বাংলাদেশের ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন
আইপিওর মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে কোম্পানিটি সরকারি ট্রেজারি বন্ড, পুঁজিবাজারে বিনিয়োগ, এফডিআর বিনিয়োগ এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত অ্যাকচুয়ারি ভ্যালুয়েশন প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির মোট উদ্বৃত্ত ৭৩ লাখ ২০ হাজার টাকা।
আরও পড়ুন: জানুয়ারির ২০ দিনে রেমিট্যান্স এসেছে ১৩১ কোটি ডলার
কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আগে কোম্পানিটি কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না বলে শর্তজুড়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
এমএএস/বিএ/জিকেএস