‘কালোটাকা সাদা করার পক্ষে সিপিডি কখনো ছিল না, থাকবেও না’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪
৩০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী সম্মেলন করে সিপিডি

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, সিপিডি তার সিদ্ধান্তে অনড়। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করে যাচ্ছে সংস্থাটি। শুরু থেকেই কালোটাকা সাদা করার পক্ষে মত দেয়নি সিপিডি, এখনো সেই সিদ্ধান্তে অনড়।

রোববার (১ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে সিপিডির ৩০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের প্রথমার্ধে সিপিডির কার্যক্রম নিয়ে উপস্থাপনকালে এসব কথা বলেন তিনি।

এর আগে সিপিডির ৩০ বছর পূর্তি উপলক্ষে এক ভিডিও শুভেচ্ছা বার্তা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, কালোটাকা সাদা করা নিয়ে অনেকেই অনেক অবস্থান নিয়েছে। আমরা কালোটাকা সাদা করার পক্ষে কোনোদিন থাকবো না। পাশাপাশি সমতা ভিত্তিক সমাজ নির্মাণে প্রগতিশীল কর ব্যবস্থার প্রয়োজন। কর ও মূসক কাঠামোর পুনর্বিন্যাস প্রয়োজন। পাশাপাশি কর ফাঁকির বিষয়গুলো আমরা নিয়ে আসছি।

তিনি বলেন, সিপিডির অনেক গবেষণা কার্যক্রম পর্যালোচনা করে সরকার উন্নয়নকাজে লাগিয়েছে, পরিকল্পনা হাতে নিয়ে কাজ করেছে। একই সঙ্গে অনেক পলিসি মেকিংয়েও সহায়তা করেছে। গত ৩০ বছরে সিপিডি শিক্ষা, অর্থনীতি, জ্বালানি, কর্মসংস্থান, স্বাস্থ্যসহ নানান বিষয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়নে পরামর্শ দিয়েছে। সিপিডি সমালোচনার ঊর্ধ্বে নয়। আমাদের অনেক গবেষণা নিয়ে অনেক সমালোচনা হয়, সেগুলো আমরা স্বাগত জানাই।

‘কালোটাকা সাদা করার পক্ষে সিপিডি কখনো ছিল না, থাকবেও না’

সম্মেলনে সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য রাশেদা চৌধুরী বলেন, অর্থনীতির গবেষণার পাশাপাশি রেমিট্যান্স নিয়ে গবেষণা প্রয়োজন। কীভাবে আয়-ব্যয় হয় সে হিসাবটা জরুরি। এ বিষয়ে সিপিডির আরও গবেষণা প্রয়োজন।

তিনি বলেন, দেশে অনেক মানুষ রয়েছেন যারা কোটি কোটি টাকা বিনিয়োগ করতে চান। কিন্তু সঠিক পথ খুঁজে পান না। একই সঙ্গে আস্থাহীনতায় ভোগেন। যার ফলে অনেকে বিনিয়োগকারী মুখ ফিরিয়ে নিচ্ছেন।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বিগত ১০০ দিনে সিপিডির অন্তত ২৩টি সুপারিশ অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে। প্রতিবছর বাজেটের আগে আমরা নানান প্রস্তাব দিয়ে আসছি। এছাড়া সংসদে বাজেট উপস্থাপনের পরদিন আমরা সংবাদ সম্মেলন করে আসছি। সিপিডিকে অনেক ধরসের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। অনেক ধরনের সমালোচনার সম্মুখীন হতে হয়েছে।

এসএম/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।