ইএফডি স্থাপনে জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে এনবিআর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২০ জানুয়ারি ২০২৫

ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) স্থাপনের জন্য ঢাকাসহ কয়েকটি জেলার জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জেলাগুলো হলো নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি।

মূসক তথ্য প্রযুক্তি ও প্রকল্প পরিকল্পনার দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিলের সই করা এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সভাপতিকে দেওয়া হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) চিঠিতে মো. শাহাদাত জামিল সই করেছেন।

সব জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি স্থাপনে সহযোগিতার আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয়েছে, গত ৭ জানুয়ারি বাজুসের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডে ইএফডি স্থাপন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় বাজুস নেতারা জুয়েলারি খাতে নানা সমস্যা তুলে ধরেন। তার মধ্যে কিছু সমস্যা ভ্যাট, ব্যাগেজ রুল, সোনা আমদানি ইত্যাদি সংক্রান্ত। তারা জানান, জুয়েলারি খাতে এখনো অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা ভ্যাটের আওতায় নিবন্ধিত হয়নি।

বাজুস নেতারা বলেন, অনিবন্ধিত প্রতিষ্ঠান নিবন্ধিত করে, সব প্রতিষ্ঠানে ইএফডি স্থাপন করে, এই খাতে অন্যান্য সমস্যাসমূহের যুক্তিসঙ্গত, ন্যায়-ভিত্তিক সমাধান করা গেলে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে এবং এই খাত উজ্জীবিত হবে।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে সব সমস্যার আইনসঙ্গত সমাধানের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে মর্মে আশ্বস্ত করা হয়।

এতে আরও বলা হয়েছে, আগামী ২৩ জানুয়ারি বিকাল ৩টায় অংশীজনদের নিয়ে একটি সচেতনতামূলক জুম সভা আহ্বান করা হয়েছে। এই সভার পর জেনেক্স ইনফোসিস পিএলসি, ইএফডি স্থাপনের জন্য মাঠ পর্যায়ে যাবে। তাই ঢাকা (পূর্ব/পশ্চিম/উত্তর/দক্ষিণ/চট্টগ্রাম) কমিশনারেটের আওতাধীন বিভিন্ন মার্কেট, এলাকায় অবস্থিত জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা প্রয়োজন।

জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়ে চিঠিতে বলা হয়েছে, সব তালিকা একসঙ্গে দেওয়া সম্ভব না হলে আংশিকভাবে দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

 

এমএএস/এসআইটি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।