অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত বিশ্বব্যাংকের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৩০ পিএম, ২৩ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সংস্থাটির অপারেশনস বিভাগের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনা বিয়ার্ড।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় তিনি বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাতে তিনি অধ্যাপক ইউনূসকে বলেন, ‘আমরা আমাদের সমর্থন প্রকাশ করতে চাই। আপনাদের যা কিছু প্রয়োজন আমাদের ওপর নির্ভর করতে পারেন।বাংলাদেশকে সমর্থন দিতে চায়।

আরও পড়ুন

এসময় তাদের মধ্যে জুলাই আন্দোলন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং দেশের অর্থনৈতিক অবস্থার ওপর সংক্ষেপে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এমইউ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।