আজ টিভিতে মাধ্যমিক-কারিগরির ৮ ক্লাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০১ এএম, ২২ জুন ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় টেলিভিশনে পাঠদান চলছে। আজ সংসদ বাংলাদেশ টেলিভিশনে মাধ্যমিকের ৫টি ও কারিগরির তিনটিসহ মোট ৮টি বিষয়ের ক্লাস প্রচার করা হবে।

আজ মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বিষয়ের ক্লাস দুপুর ২টা ৩৫ মিনিট থেকে ২টা ৫৫ মিনিট পর্যন্ত, সপ্তম শ্রেণির বাংলা ক্লাস দুপুর ২টা ৫৫ মিনিট থেকে ৩টা ১৫ মিনিট, অষ্টম শ্রেণির গণিত ক্লাস ৩টা ১৫ মিনিট থেকে দুপুর ৩টা ৩৫ মিনিট পর্যন্ত, নবম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ক্লাস ৩টা ৩৫ মিনিট থেকে ৩টা ৫৫ মিনিট পর্যন্ত, দশম শ্রেণির ইংরেজি বিষয়ের ক্লাস ৩টা ৫৫ মিনিট থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত প্রচার করা হবে।

এরপর কারিগরি স্তরে নবম শ্রেণির ফিস জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ক্লাস ক্লাস দুপুর ২টা ৩০ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত, দুপুর ২টা ৫০ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত দশম শ্রেণির ওয়েল্ডি এন্ড ফ্রেব্রিকেশন এবং ৩ টা ১০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত দশম শ্রেণির ফার্ম মেশিনারি ক্লাস সম্প্রচার করা হবে।

এমএইচএম/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।