স্বীকৃতির দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর শিক্ষকদের অবস্থান

একাডেমিক স্বীকৃতি, এমপিও প্রদানসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের সংগঠন (বাপ্রাবিস)। অবস্থান কর্মসূচি থেকে তারা পাঁচ দফা দাবি উপস্থাপন করেন।
সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে দেশের বিভিন্ন জেলার প্রতিবন্ধী বিদ্যালয়ের অর্ধ-সহস্রাধিক শিক্ষক-কর্মচারী এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের সংগঠনের (বাপ্রাবিস) সভাপতি মো. নাসির উদ্দিন রাসেল বলেন, ‘আমরা সারাদেশে প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মাধ্যমে বিগত ১০ বছর ধরে প্রতিবন্ধী শিক্ষা, থেরাপি ও জীবন দক্ষতা কার্যক্রম পরিচালনা করে আসছি। মাঠ পর্যায়ে বিশেষ বিদ্যালয়গুলোর এ নিরলস কর্মপ্রচেষ্টার কারণেই প্রতিবন্ধীরা পুনর্বাসনসহ জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে চলেছেন।’
তিনি আরও বলেন, ‘কিন্তু বিগত ৮-১০ বছর ধরে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি ও অনুমোদনের অভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে এবং প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর ৬০ হাজার এর বেশি শিক্ষক-কর্মচারীরা বিনা বেতনে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। তাই এই বিশেষ বিদ্যালয়গুলোর একাডেমিক স্বীকৃতি ও এমপিও প্রদান একান্তই জরুরি।’
এমন পরিস্থিতিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন বাপ্রাবিস সদস্যরা। এ লক্ষ্যে মঙ্গলবার ৯টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এসএস/জেআইএম