চার দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

চার দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
পলিটেকনিক সাধারণ শিক্ষার্থী আন্দোলনের আহ্বায়ক মেহেদী হাসান লিমন বলেন, আমাদের চার দফা দাবি হলো- কোনোভাবেই ১ বছর ক্ষতি মানি না, ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে। সকল অতিরিক্ত ফি প্রত্যাহার করতে হবে। প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করতে হবে। ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসন বৃদ্ধি করতে হবে।
আগামী ২০ জানুয়ারির মধ্যে এই চার দফা দাবি না মানলে ২১ জানুয়ারি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও করা হবে বলে ঘোষণা দেন শিক্ষার্থী আন্দোলনের এই নেতা। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এওয়াইএইচ/এমএসএইচ/এমএস