ভূমি বাংলাদেশ’র যাত্রা শুরু

তরুণ-তরুণীদের কর্মসংস্থানমুখী দক্ষতা বাড়াতে চালু চলো ভার্চুয়াল শিক্ষার মাধ্যম ভূমি বাংলাদেশ লিমিটেড। এখানে বিভিন্ন কোর্সে অংশ নিয়ে তরুণ-তরুণীরা নিজেদের দক্ষতা বাড়িয়ে চাকরিতে প্রবেশ করতে পারবেন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘ভূমি বাংলাদেশ লিমিটেড’-এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ভূমি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ’র পরিচালক ও ভূমির ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ প্রমুখ।
অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১০ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার বাধা অতিক্রম করে। এর মাঝে ২০২০ সালে উচ্চ মাধ্যমিক স্তর পার হয়ে বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ২২.৮৩ % । একই বছর ভারতে এ হার ছিল ২৯.৪৪ % এবং চীনে ছিল ৫৪.৪ %।
এনএইচ/এমএইচআর/এমএস