পদ্মা সেতু উদ্বোধনের দিন ক্লাস বন্ধ বুয়েটে

শিক্ষার্থীদের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ করে দিতে আগামী ২৫ জুন সব ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
বৃহস্পতিবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দিতে সেদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।
বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে আগামী শনিবার (২৫ জুন)। পরদিন ভোর থেকে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই সেতু।
এমএইচএম/কেএসআর/জেআইএম