Jago News logo
Banglalink
ঢাকা, রোববার, ৩০ এপ্রিল ২০১৭ | ১৭ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ

ক্ষণিকের জন্য সিসিমপুরের জগতে শিশুরা


বিশেষ সংবাদদাতা

প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭, শুক্রবার | আপডেট: ০৯:০১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭, শুক্রবার
ক্ষণিকের জন্য সিসিমপুরের জগতে শিশুরা
BiskClub

ওরা কেউ কাউকে চেনে না। অথচ কয়েক মিনিটের পরিচয়েই ওদের মধ্যে কতই না সখ্যতা। একে অপরের পেছনে দৌড়াচ্ছে, চোর পুলিশ ছোঁয়াছুয়ি খেলছে। সামান্য ঘটনায় হেসে ভেঙে পড়ছে একে অপরের ওপর।

জুতো হাতে অদূরে দাঁড়িয়ে ওদের বাবা মা। একটু পর পর সন্তানদের নাম ধরে ডাকাডাকি করলেও ওদের কানে তা পৌঁছাচ্ছে না। ওরা ব্যস্ত নিজেদের জগত নিয়ে।

শুক্রবার সকালে অমর একুশের বইমেলায় শিশু প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর সিসিমপুর স্টলে এ দৃশ্য দেখা যায়।

একটি বড় গাছের নীচে বৃত্তাকারের একটি বোর্ড বানিয়ে শিশুদের সেখানে খেলাধুলার সুযোগ করে দিয়েছে সিসিমপুর স্টল। স্টলের পাশে গাছে গাছে ঝুলছে বাংলা বর্ণমালা। ইউএসএআইডির অর্থায়নে নির্মিত সিসিমপুর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত একটি শিক্ষামূলক অনুষ্ঠান। এ অনুষ্ঠানটি বুধ, বৃহস্পতি ও শুক্রবার প্রচারিত হয়।

অনুষ্ঠানে হালুম, ইকরি মিকরি, সিখো ও টুকটুকি এ চার কার্টুন চরিত্রের মাধ্যমে ক্ষুদে শিশুদের নানা শিক্ষা দেয়া হয়। এটি শিশুদের কাছে অতি পরিচিত ও জনপ্রিয় অনুষ্ঠান।

বইমেলায় স্টলটিতে শিশুদের ব্যাপক ভীড় দেখা যায়। বিশেষ করে কার্টুন চরিত্রগুলোর সঙ্গে হাত মিলানোর বিষয়টি শিশুদের ব্যাপক আনন্দ দেয়।এমইউ/এএইচ/এমএস

আপনার মন্তব্য লিখুন...