কলকাতায় প্রস্তুত হচ্ছে বাংলাদেশ বইমেলার স্টল

কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ম বাংলাদেশ বইমেলা। এ উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে বইমেলার স্টল। আগামী ২ ডিসেম্বর কলকাতার কলেজ স্ট্রিট সংলগ্ন কলেজ স্কোয়ারে শুরু হবে এ বইমেলা।
জানা যায়, আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ১০ম বাংলাদেশ বইমেলা। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বইমেলা।
প্রতিভা প্রকাশের কর্ণধার মঈন মুরসালিন বলেন, ‘বাংলাদেশের ৭৫টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এ বইমেলায়। আমিও থাকছি প্রতিভা প্রকাশের ৬০ নম্বর স্টলে। স্টলে থাকছে নতুন ১৬টি বইসহ প্রকাশনীর নির্বাচিত বইসমূহ।’
তিনি বলেন, ‘এটি শুধু বইয়ের মেলা নয়, সাংস্কৃতিক মেলবন্ধনের এক অনন্য আয়োজন। প্রতিদিন বিকেল আর সন্ধ্যায় মেলামঞ্চ মুখর হয়ে উঠবে বিষয়ভিত্তিক নানা আয়োজনে। এতে থাকবে সেমিনার, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, লেখক-পাঠক-প্রকাশক মুখোমুখি আলাপচারিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।’
কলকাতার পাঠকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রিয় পাঠক, এই মেলায় আপনার আমন্ত্রণ। আসুন, পরিচিত হোন বাংলাদেশের বই ও লেখকদের সঙ্গে, বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে। আমাদের বন্ধন হোক আরও নিবিড়।’
উল্লেখ্য, করোনার কারণে গত দুই বছর বন্ধ ছিল বাংলাদেশ বইমেলা। কলকাতার বইপ্রেমীরা খুঁজে পাবেন এক টুকরো বাংলাদেশ। বইমেলার উদ্বোধন করবেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি।
এসইউ/জিকেএস