সরকারকে না দিয়ে কেন ইউনিসেফকে টাকা দিলেন সাইফ-কারিনা?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:১৭ পিএম, ০২ এপ্রিল ২০২০

মরনঘাতী ভাইরাস করোনা মোকাবিলার জন্য আর্থিক সাহায্য করেছেন ভারতের বড়সড় সেলিব্রিটিরা৷ তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, সচিন তেন্ডুলকর, শিল্পা শেট্টি, অনুষ্কা-বিরাট, ধোনি, বরুণ ধাওয়ানও।

তবে অনেক তারকাই এখনো এ নিয়ে মুখ বা হাত কোনোটাই খোলেননি। সে নিয়ে সমালোচনাও হচ্ছে খুব।

তালিকায় ছিলেন সাইফ আলী খান ও কারিনা কাপুর। অবশেষে তারা হাত খুলেছেন। তবে দেশের প্রধানমন্ত্রীর তহবিল পিএম কেয়ারে আর্থিক সাহায্য করেননি তারা।

এই তারকা দম্পতি ইউনিসেফে টাকা দিলেন। সে নিয়ে শুরু হয়েছে নতুন হৈ চৈ।

ইনস্টাগ্রামে কারিনা লিখলেন, ‘এই কঠিন সময়ে আমাদের একসঙ্গে থাকবে হবে। কাঁধে কাঁধ দিয়ে লড়াই করতে হবে। আমাদের তিনজনের পক্ষ থেকে তাই ছোট্ট প্রচেষ্টা৷ ছোট্ট সাহায্য ইউনিসেফ, গিভ ইন্ডিয়া, আইএএইচভিকে ৷’ মেসেজের শেষে লিখলেন তিনজনের নাম, কারিনা কাপুর খান, সাইফ আলি খান ও তৈমুর।

কারিনার ওই ইনস্টাগ্রাম পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে জোর শোরগোল। কেন অনুদানের বিষয় নিয়ে ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম উল্লেখ করেও এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের কথা সেই প্রশ্ন তুলেছেন অনেকেই।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়ে কেন ভারতকে সাহায্য করছেন না, এমন প্রশ্নও করতে শুরু করেন অনেকে। কেউ কেউ আবার বলতে শুরু করেছেন ইউনিসেফ, গিভ ইন্ডিয়ার মতো সংস্থায় অনুদানের কথা বলে সস্তায় প্রচার পেতে চাইছেন সাইফিনারা।

এলএ/এমএবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।