সমালোচনার কড়া জবাব দিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ এএম, ২২ এপ্রিল ২০২০

লকডাউনে বাড়িতে বসেই করোনার সংকটে নানাভাবে সাহায্য করে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ। পরিবারের সঙ্গেও সময় কাটাচ্ছেন।

পাশাপাশি ট্যুইটারে অনুরাগীদের সময় দিচ্ছেন চ্যাটিং করে, লাইভ ভিডিওতে।তেমনি ২১ এপ্রিল কথোপকথনের সময় এক ভক্ত সিনেমা না করার জন্য খোঁচা দিয়ে বলেন, 'সালমান, অক্ষয়, আমির খানেরা সিনেমা করে যাচ্ছে। আপনি শুধু বাহানা দিচ্ছেন। কেন?'

এর কড়া জবাব দিয়ে শাহরুখ বলেন, ‘আমি প্রথম, আমি প্রথম এই চক্করেই শেষ হয়ে যাচ্ছি। কি করবো বলুন!'

এছাড়াও আরও অনেক ভক্তের প্রশ্নের উত্তর দেন কিং খান। বাসায় কীভাবে সময় কাটছে জানতে চাইলে শাহরুখ বলেন, 'জনবিস্ফোরণে অবদান রাখার বদলে তিনটি সন্তান থাকা আনন্দের। ওরা বিভিন্ন আকারের। তাই ওদের প্রত্যেকের সঙ্গে দু’ঘণ্টা করে সময় কাটালেই দিনের অনেকটা শেষ হয়ে যায়। বাকি সময়টা ওদের খেলনা পরিষ্কার করি।’

শাহরুখের বড় ছেলে আরিয়ানের বয়স ২২ বছর। মেয়ে সুহানার বয়স ১৯ বছর। ছোট ছেলে আবরাম মাত্র ৬ বছরের। সন্তানদের প্রতি এই অভিনেতার বিশেষ স্নেহ রয়েছে। সেটা তিনি বারবার বুঝিয়ে দেন। এবারও তার ব্যতিক্রম হল না।

কথোপকথনের সময় এক ব্যক্তি শাহরুখকে প্রশ্ন করেন, ‘লকডাউন উঠে যাওয়ার পর কি পৃথিবী বদলে যাবে?’ জবাবে শাহরুখ বলেন, ‘আমার মনে হয়, আমাদের সবাইকে থামতে হবে, নতুন করে শুরু করতে হবে, তারপর এগিয়ে যেতে হবে।’

অন্য এক ব্যক্তি প্রশ্ন করেন, ‘লকডাউনের সময় বাড়িতে থেকে কী শিখলেন?’ জবাবে শাহরুখ বলেন, ‘জীবনকে দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি। সারাক্ষণ তৃপ্তি চাওয়ার বদলে এখন প্রকৃতিকে আর একটু ভালভাবে দেখতে পাচ্ছি।’

এক অনুরাগী প্রশ্ন করেন, শাহরুখের পরবর্তী ছবির পরিচালক কে হবেন? রাজকুমার হীরানি, অ্যাটলি না সিদ্ধার্থ আনন্দ? জবাবে এই অভিনেতা মজার ছলে বলেন, ‘আমি কি আপনাকে চিত্রনাট্য পাঠিয়ে দেব? আমি অনেক ছবিতে অভিনয় করব। আপনি শুধু শুধু কষ্ট করে অতো বেশি ভাববেন না।’

এলএ/এমএবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।