দুর্ঘটনায় আহত হয়ে যে সিদ্ধান্ত নিলেন পুষ্পার নায়িকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ১২ জানুয়ারি ২০২৫

দেশের গন্ডি পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আন্তর্জাতিক একজন তারকা হিসেবে। বলছি দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেত্রী রাশমিকা মান্দানার কথা। সম্প্রতি এক দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন ব্লকবাস্টার সিনেমা সিরিজ পুষ্টার এই নায়িকা। বাধ্য হয়েই নিয়েছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

আপাতত সব রকম সিনেমার শুটিং থেকে দূরে থাকবেন তিনি। সুস্থ না হয়ে সালমান খানের সঙ্গে ‘সিকান্দার’ এবং আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘থামা’ নামে ছবির শুটিংয়ে অংশ নেবেন না রাশমিকা।

পিঙ্কভিলার সূত্রে জানা গেছে, রাশমিকা ১০ জানুয়ারি ‘সিকান্দার’ সিনেমার শেষ শিডিউলের শুটিং শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এছাড়া তিনি থামা সিনেমার শুটিংও শুরু করতে যাচ্ছিলেন। আয়ুষ্মান খুরানার সঙ্গে। তবে শুটিং শুরুর আগেই জিম করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন নায়িকা। এ কারণেই শুটিং থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি।

সূত্রটি পিঙ্কভিলাকে আরও জানিয়েছে, ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা সম্প্রতি জিম করতে যান। সেখানে অসাবধানতায় আঘাতপ্রাপ্ত হন তিনি। চিকিৎসক তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এখন তিনি অনেকটা সুস্থ অনুভব করছেন বলেও জানা গেছে।

সুস্থ হয়েই তিনি ‘সিকান্দার’ ও ‘থামা’ ছবির কাজ শেষ করবেন। এরপর যোগ দেবেন আরও কিছু নতুন সিনেমায়। চলতি বছরটা বেশ ব্যস্ততায় কাটবে এই তারকার।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।