নতুন থ্রিলারে এলিজাবেথ ওলসেন, ওয়ান্ডার ফেরা অনিশ্চিত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:০১ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪

‘লাভ অ্যান্ড ডেথ’ এবং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের তারকা এলিজাবেথ ওলসেন নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, তিনি জুলিয়া রবার্টসের সঙ্গে প্যানিক কেয়ারফুলি নামক একটি থ্রিলার সিনেমায় অভিনয় করবেন।

এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন ‘মি. রোবট’র নির্মাতা স্যাম এসমেইল। তিনি এটি পরিচালনাও করবেন।

সিনেমার কাহিনী সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সেইসঙ্গে এর বিস্তারিত শিল্পী তালিকাও পাওয়া যায়নি। এই ছবিতে যুক্ত হতে পেরে আনন্দিত ওলসেন। তিনি মনে করছেন, তার ক্যারিয়ারের জন্য ভালো অভিজ্ঞতা হয়ে আসবে ছবিটি।

জানা গেছে, এই সিনেমার জন্য বেশ কয়েকটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম আগ্রহ দেখিয়েছে। তবে শেষ পর্যন্ত ওয়ার্নার ব্রাদার্স নিলামে জিতে সিনেমাটিকে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে মার্ভেলে ওলসেনের চরিত্র ওয়ান্ডা ম্যাক্সিমফের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ সিনেমার শেষে তার ভাগ্য অস্পষ্ট থেকে যায়। তবে ওলসেন জানিয়েছেন, যদি তার চরিত্রকে ভালোভাবে উপস্থাপন করা হয়, তাহলে তিনি ফিরে আসতে আগ্রহী।

তিনি বলেন, ‘আমি ওয়ান্ডা চরিত্রটি পছন্দ করি। যখনই তাকে ভালোভাবে ব্যবহার করার সুযোগ পাওয়া যায়, আমি ফিরে আসতে চাই। আমি চাই, যদি ওয়ান্ডা ফিরে আসে তাহলে তার চরিত্রে কিছু হাস্যরস যোগ করা হোক। কারণ এতদিন ধরে তিনি অনেক আবেগপ্রবণ গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন।’

প্রসঙ্গত, এলিজাবেথ ওলসেনের নতুন ছবিটি হতে যাচ্ছে জুলিয়া রবার্টস এবং নির্মাতা এসমেইলের পুনর্মিলনের একটি প্রকল্প। তারা গত বছর নেটফ্লিক্সের ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’-এ একসঙ্গে কাজ করেছিলেন।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।