ঈদে তারিনের চমক!

অভিনয়ে তিনি বেশ জনপ্রিয়। নাচেও রয়েছে তার বিশেষ দক্ষতা। বলছি ছোট পর্দার জনপ্রিয় মুখ তারিনের কথা। অনেকদিন হয় নাচে দেখা যায় না তাকে। এ নিয়ে ভক্তদেরও রয়েছে আক্ষেপ।
সেই আক্ষেপ এবার শেষ হতে চললো। সম্প্রতি তারিনের জন্য পুরো একটি নাচের অনুষ্ঠান নির্মাণ করা হয়েছে। কোরবানি ঈদে নাটকের বাইরে এই নাচের অনুষ্ঠান দিয়েই বিশেষ চমক দিতে আসছেন এ জনপ্রিয় অভিনেত্রী। জানা গেছে, ঈদ আয়োজনের জন্যই এটি তৈরি করা হয়েছে।
তারিন জাগো নিউজকে বলেন, ‘আমার কাছে নাচ বরাবরই অন্যরকম ভালো লাগার বিষয়। অভিনয়ের মতোই এটা আমার রক্তে মিশে আছে। অনেকদিন তেমন করে নাচের সুযোগ আসছিলো না। এবার চমৎকার এই অনুষ্ঠানটি করতে পেরেছি নাচ নিয়ে ভাবতে ভালো লাগছে। আশা করছি দর্শকরা বেশ উপভোগ করবেন।’
তিনি জানালেন, অনুষ্ঠানে তারিন আধুনিক ও লোক গানের সঙ্গে নাচ করেছেন। নাচগুলো পরিচালনা করেছেন নৃত্যশিল্পী ইভান শাহিরয়ার সোহাগ।
বৃহস্পতিবার এগুলোর দৃশ্যধারণ হয়েছে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শহীদ শরীফ। আসছে ঈদে অনুষ্ঠানটি আরটিভিতে প্রচার হবে।
এলএ