Jago News logo
Banglalink
ঢাকা, সোমবার, ২৬ জুন ২০১৭ | ১২ আষাঢ় ১৪২৪ বঙ্গাব্দ

গেস্ট রুমে উর্মিলা


বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৫ পিএম, ১০ জানুয়ারি ২০১৭, মঙ্গলবার
গেস্ট রুমে উর্মিলা

লাক্সতারকা উর্মিলা শ্রাবন্তী কর ‘গেস্ট রুম’ শিরোনামের একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন। এই নাটকে উর্মিলার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইমন।

ইতোমধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়ন শেষ হয়েছে। নাটকটি রচনা করেছেন আকাশ রঞ্জন এবং পরিচালনা করেছেন পার্থিব মামুন।

‘গেস্ট রুম’ প্রসঙ্গে উর্মিলা বলেন, ‘গেস্ট রুম’ নাটকের গল্পটা ব্যতিক্রমী। একটি ভাড়া বাড়িতে ছোট রুমের মধ্যে সংসার শুরু করা এক দম্পতির নানান সুখ-দুঃখের চিত্র দেখা যাবে এই নাটকে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

শিগগির এই নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে বলে জানা গেছে।

এনই/জেআইএম

আপনার মন্তব্য লিখুন...

 
Jagojobs